হোম > খেলা > ক্রিকেট

চার মাসে দুবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড 

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল। 

সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’ 

ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক