হোম > খেলা > ক্রিকেট

চার মাসে দুবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড 

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল। 

সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’ 

ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’ 

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ