হোম > খেলা > ক্রিকেট

খারাপ সময়ে সবাইকে পাশে চান শান্ত

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে যে ‘লড়াই’ করতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গেও। ভালো সময়ে যেমন ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসিয়ে দেন, তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র। ‘মাথায় তুলে নাচার’ পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুরোধ, কঠিন পরিস্থিতিতেও সবাই যেন পাশে থাকেন। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এরই মধ্যে চলে গেছে যুক্তরাষ্ট্রে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। সাকিব আল হাসানদের সঙ্গে ছবিও তুলেছেন অনেকে। শান্তর কাছে এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি যে সিরিজ চালু করেছে, সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হলো শান্তর সাক্ষাৎকার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন।’ 

আইসিসির কোনো ইভেন্ট যখন চলে আসে, তখন টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা কেমন তা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। চলতি বছরের এপ্রিলে সংবাদমাধ্যমকে শান্ত জানিয়েছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়। তাঁর কণ্ঠে আজও শোনা গেল একই সুর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই তো স্বপ্ন থাকে। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই, তখন বড় স্বপ্ন নিয়েই যাই। তবে ফল নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রক্রিয়া, প্রস্তুতি ঠিক আছে কি না, এই জায়গায় যদি ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে মনে হয় ফলটা আসবে। চূড়ান্ত লক্ষ্য তো আমরা সবাই জানি যে দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। যেগুলো আমরা কখনো অতীতে করতে পারিনি, তেমন ফল করতে চাই।’ 

আরও পড়ুন:

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’