মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে যে ‘লড়াই’ করতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গেও। ভালো সময়ে যেমন ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসিয়ে দেন, তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র। ‘মাথায় তুলে নাচার’ পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুরোধ, কঠিন পরিস্থিতিতেও সবাই যেন পাশে থাকেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এরই মধ্যে চলে গেছে যুক্তরাষ্ট্রে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। সাকিব আল হাসানদের সঙ্গে ছবিও তুলেছেন অনেকে। শান্তর কাছে এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি যে সিরিজ চালু করেছে, সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হলো শান্তর সাক্ষাৎকার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন।’
আরও পড়ুন: