হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত ভারত পেল আইসিসির শাস্তিও

দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা বেড়েই চলেছে ভারতের। এবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে বিধ্বস্ত করেছে প্রোটিয়ারা। বিধ্বস্ত ভারত পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও।

বিশাল ব্যবধানে পরাজয়ের পর ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিত শর্মার দল হারিয়েছে ২ পয়েন্টও। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড ভারতকে এই শাস্তি দিয়েছেন। 

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বৃষ্টি বাগড়া দিলেও এই ম্যাচ শেষ হয়েছে গতকাল তৃতীয় দিনেই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত তাদের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করেন লোকেশ রাহুল। এরপর ডিন এলগারের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস, মার্কো ইয়ানসেনের অপরাজিত ৮৪, ডেভিড বেডিংহামের ৫৬ রান—তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করেছে। ১৬৩ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়েছে। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া কোহলি করেছেন ৮২ বলে ৭৬ রান। ম্যাচসেরা হয়েছেন এলগার। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৭টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু