হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে সেঞ্চুরিতেই গিলক্রিস্ট-ম্যাককালামদের পাশে ভেরেইনে

মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেন—দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকদের মধ্যে দলে সাফল্য এনে দেওয়ার পরম্পরা বহু পুরোনো। সেই ধারাবাহিতায় যেন যোগ হতে যাচ্ছে আরেকটি নাম—কাইল ভেরেইনে। প্রথমবার বাংলাদেশ সফরে এসেই পেলেন সেঞ্চুরি। 

সেই সেঞ্চুরিটিও এলো দলের প্রয়োজনের সময়। প্রথম ইনিংসে ৩০৮ রানে থামা প্রোটিয়াদের ১১৪ রানই এসেছে ভেরেইনের ব্যাট থেকে। ১৮ রানে দিনে শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন উইয়ান মুলদার। দক্ষিণ আফ্রিকা আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।

মুলদার ৫৪ রানে থামলেও টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তোলে নেন ভেরেইনা। সেই সঙ্গে গড়েছেন এই কীর্তিও। বাংলাদেশের মাটিতে সফরকারী কোনো দলের ১০ম উইকেটরক্ষক হিসেবে টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি। এই কীর্তিটি প্রথম করেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১-০২ মৌসুমে চট্টগ্রামে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। 

ভেরেইনের আগে সবশেষ এই কীর্তিটি ছিল লোরকান টাকারের। গত বছর মিরপুরে ১০৮ রানের ইনিংস খেলেন আইরিশ উইকেটরক্ষক। এছাড়া নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টও বাংলাদেশে এসে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। 

বাংলাদেশে সফরকারী উইকেটরক্ষকদের টেস্ট সেঞ্চুরি

রান          ব্যাটার                       দল                     ভেন্যু           মৌসুম 
১১৪*        অ্যান্ডি ফ্লাওয়ার            জিম্বাবুয়ে             চট্টগ্রাম        ২০০১-০২
১৪৩         ব্রেন্ডন ম্যাককালাম      নিউজিল্যান্ড        ঢাকা            ২০০৪-০৫
১৫৩        তাতেন্দা তাইবু              জিম্বাবুয়ে             ঢাকা            ২০০৫-০৬
১৪৪         অ্যাডাম গিলক্রিস্ট       অস্ট্রেলিয়া           ফতুল্লা          ২০০৬
১২৬*        দিনেশ রামদিন           ওয়েস্ট ইন্ডিজ      মিরপুর        ২০১২-১৩
১০৩         বিজে ওয়াটলি              নিউজিল্যান্ড        চট্টগ্রাম        ২০১৩-১৪
১০০*        দিনেশ চান্দিমাল          শ্রীলঙ্কা                চট্টগ্রাম        ২০১৩-১৪
১০১         রেগিস চাকাবা              জিম্বাবুয়ে             খুলনা           ২০১৪-১৫
১০৮        লোরকান টাকার           আয়ার‍ল্যান্ড         মিরপুর        ২০২৩
১১৪         কাইল ভেরেইনে           দক্ষিণ আফ্রিকা    মিরপুর        ২০২৪-২৫

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

রংপুরকে এবার হ্যাটট্রিক হারের স্বাদ উপহার দিল সিলেট

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়