ক্রিকেটারদের ছবি দিয়ে কলকাতা পুলিশের জনসচেতনতামূলক মিম (হাস্যরসাত্মক ছবি) তৈরি নতুন কিছু নয়। করোনার তৃতীয় ঢেউ যখন আবার হানা দিচ্ছে, তখন একই রকম আরেকটি জনসচেতনতামূলক মিম তৈরি করেছে তারা। সেখানে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের আলোচিত একটি ছবি ব্যবহার করেছে কলকাতা পুলিশ।
ছবিটি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের। ছয় ফুট সাড়ে ছয় ইঞ্চি উচ্চতার কিউই পেসার জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুলকে ‘লিলিপুট’ মনে হচ্ছিল। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ছবিটি। বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও ছবিটি পোস্ট করেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতায় কাজে লাগাল।