হোম > খেলা > ক্রিকেট

৪৩৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ঢাকা: ৬ উইকেটে ১৭২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা। বিরতির পর বাংলাদেশ বোলাররা দ্রুত ৩ উইকেট নিলে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এখন ৪৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে অষ্টমবার ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম।

চতুর্থ দিনের প্রথম ওভারেই অধিনায়ক মুমিনুল হক বল তুলে দেন তাইজুল ইসলামের হাতে। পরের ওভারে আক্রমণে আসেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। ম্যাথুস একটু চড়াও হয়েছিলেন তাইজুলের ওপর। ম্যাথুসকে যদিও উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। দিনের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শর্ট লেগে ইয়াসির আলীর ক্যাচ বানিয়ে ১২ রানের ইনিংসের সমাপ্তি টানেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচের তৃতীয় দিন উইকেট হঠাৎই ঘূর্ণিসহায়ক হয়ে গিয়েছিল। অথচ আজ বাংলাদেশের দুই স্পিনার উইকেট থেকে তেমন টার্ন পাচ্ছেন না।

মুমিনুল হককে তাই শরণাপন্ন হতে হয়েছে খণ্ডকালীন স্পিনার সাইফ হাসানের। ব্যাটিংয়ে নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না এই ওপেনার। তবে বল হাতে অধিনায়ককে খুব একটা হতাশ করেননি। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়েছেন গুরুত্বপূর্ণ দিমুথ করুণারত্নের উইকেটটি। এর আগে ফিফটি তুলে নেন শ্রীলঙ্কান অধিনায়ক। উইকেটে টার্ন–বাউন্সের দেখা নেই। দ্রুত রান তুলতে গিয়েই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ৬ উইকেটে ১৭২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতির পর অবশ্য আর বেশিক্ষণ টেকেনি তারা। বাংলাদেশ বোলাররা দ্রুত ৩ উইকেট নিলে ১৯৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

জিততে হলে ৪৩৭ রানের পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে এত রানের ইতিহাস নেই বাংলাদেশের। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ তুলতে পেরেছিল বাংলাদেশ। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় এই রান করেছিল বাংলাদেশ। টেস্টটা অবশ্য হেরেছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে তামিমদের। এবার অসাধ্য কি সাধন করতে পারবেন মুমিনুলরা?

বিশ্বকাপে কি ওপেনিং করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম