হোম > খেলা > ক্রিকেট

সাবেকদের লিগে এবার নাম লেখালেন সাকিব

আজকের পত্রিকা ডেস্ক­

সাকিব আল হাসানকে নিয়েছে দুবাইয়ে জায়ান্টস। ছবি: ফেসবুক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সাকিব আল হাসানের খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে তিনি তো একেবারে বিচ্ছিন্ন নন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার নাম লেখালেন সাবেক ক্রিকেটার নিয়ে হওয়া টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট ট্রফি টুর্নামেন্টে (এলসিটি)।

সাকিব এবারের এলসিটিতে খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার কথা দুবাই জায়ান্টস নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাঘ চলে এসেছে। দুবাই জায়ান্টসে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। আমাদের তারকা অলরাউন্ডারের থেকে বিস্ফোরক পারফরম্যান্স পেতে তৈরি থাকুন।’ সাকিবকে নিয়ে আরও একটি পোস্ট শেয়ার করেছে দুবাই জায়ান্টস। সেখানে বাংলাদেশের জার্সিতে সাকিবের ব্যাটিংয়ের ছবি দিয়ে লেখা, দুবাই জায়ান্টসের সঙ্গে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন। এই পোস্টটি করেছে লিজেন্ডস নাইন্টি বলস নামে একটি টুর্নামেন্ট।

সাকিবের নামের পাশে এ বছরের শুরুতে লেগে গেছে রাজনৈতিক পরিচয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের কারণেই দেশে তাঁর খেলা কঠিন হয়ে পড়েছে, সেটা আর না বললেও চলছে। সেকারণে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চাইলেও সাকিবের পক্ষে সেটা সম্ভব হয়নি। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশের তারকা অলরাউন্ডার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে চলেছেন। আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেনে খেলেছেন তিনি। কদিন আগে নাম লিখিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে। এমনকি বোলিং অ্যাকশন নিষিদ্ধ হলেও ব্যাটিংয়ে তাঁর ঝলক দেখাচ্ছেন।

লিজেন্ডস ক্রিকেট ট্রফির সবশেষ আসরে দুবাই জায়ান্টসে খেলেছেন থিসারা পেরেরা, হরভজন সিং, স্যামুয়েল বদ্রির মতো সাবেক ক্রিকেটাররা। এবার পেরেরা ও সাকিব একই দলে খেলবেন এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন