হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় সেনাদের ‘নিষ্কর্মা-অপদার্থ’ বলায় আফ্রিদিকে ধাওয়ানের তোপ

ক্রীড়া ডেস্ক    

কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলার ঘটনায় বাগ্‌যুদ্ধ আফ্রিদি-ধাওয়ানের। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্‌যুদ্ধে। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও ব্লক করে দেওয়া হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেগে গেছেন শহীদ আফ্রিদি ও শিখর ধাওয়ান।

কদিন আগেই ভারতীয় সেনাদের সামর্থ্য নিয়ে এক রকম প্রশ্ন তুলেই আফ্রিদি বলেছেন, ‘ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীরে প্রায় ৮ লাখ সেনা আছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। এর অর্থ, তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।’ আফ্রিদির সেই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভারতীয়রা।

আফ্রিদিকে জবাব দিতে এ বাগ্‌যুদ্ধে যুক্ত হন ভারতের সাবেক ওপেনার ধাওয়ান। তিনি এক্সে আফ্রিদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কার্গিলে আমরা তোমাদের হারিয়েছিলাম। এর মধ্যেই তোমরা এতটা নিচে নেমে গেছ, আর কত নিচে নামবে? অযথা মন্তব্য করার পরিবর্তে নিজের দেশের উন্নতির জন্য মাথা খাটাও শহীদ আফ্রিদি। আমাদের ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমাদের খুব গর্ব হয়। ভারত মাতা কি জয়! জয় হিন্দ!’ সঙ্গে মেনশন করে দিয়েছেন আফ্রিদিকে।

এখানেই শেষ নয়। এবার ধাওয়ানের পোস্টে গিয়ে খোঁচা দিয়ে এলেন আফ্রিদি। ধাওয়ানের সেই পোস্ট পুনরায় শেয়ার করে আফ্রিদি নিজের একটি ছবি ও ক্যাপশন পোস্ট করেছেন। যেখানে আফ্রিদির গায়ে পাকিস্তান সেনাদের মতোই একটি ফুলহাতার টি শার্ট, হাতে চায়ের মগ। ক্যাপশনে লিখেছেন, ‘এসব হারজিতের কথা ছাড়ো। চলো তোমাকে চা খাওয়াই শিখর।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ফ্যান্টাস্টিক চা।’

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ