হোম > খেলা > ক্রিকেট

জোড়া ‘নার্ভাস নাইন্টির’ ম্যাচে আফগানিস্তানের সহজ জয়

হাম্বানতোতায় আজ শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রথম ওয়ানডেতে হয়েছে ‘জোড়া নার্ভাস নাইন্টি’। দুই দলেরই একজন করে ব্যাটার সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। জোড়া আক্ষেপের এই ম্যাচে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা। 

২৬৯ এর লক্ষ্যে দলীয় ২৫ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে বোল্ড করেন লাহিরু কুমারা। ২৩ বলে ১৪ রান করেন গুরবাজ। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে প্রতিরোধ গড়েন। ১৪৯ বলে ১৪৬ রানের জুটি গড়েন দুই আফগান ব্যাটার। ইব্রাহিমকে ফিরিয়ে এই বিশাল জুটি ভাঙেন কাসুন রাজিথা। ২ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাতছাড়া করেছেন আফগান এই ওপেনার। 

ইব্রাহিমের পর উইকেটে আসেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদি-রহমত গড়েন ৪২ বলে ৪০ রানের জুটি। আর চতুর্থ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৪৯ বলে ৪২ রানের জুটি গড়েন শাহীদি। ৪৭ বলে ৩৮ রান করে শাহীদি অধিনায়ক ফিরলেও জয় থেকে আফগানরা তখন ১৬ রান দূরে। ৪৬.৫ ওভারে ৪ উইকেটে ২৬৯ রান করে ফেলে আফগানরা। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রাজিথা। 

ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। ৯৮ বলে ৯৮ রান করেছেন তিনি। ১১ চার ও দুই ছক্কা মেরেছেন আফগানিস্তানের এই ব্যাটার। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে লঙ্কানরা করে ২৬৮ রান। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন চারিথ আসালাঙ্কা। ৯ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে পারেননি লঙ্কান এই ব্যাটার। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নুর আহমাদ ও আজমতউল্লাহ ওমরজাই।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ