হোম > খেলা > ক্রিকেট

দুর্দান্ত শরীফুল, ৪ ম্যাচ পর উইকেট পেলেন সাকিব

ব্যাট হাতে ব্যর্থ ম্যাচে দুর্দান্ত বোলিং করে পুষিয়ে দেওয়া সাকিবকে চেনেন সবাই। খাপছাড়া বোলিংয়ের কারণে ৪ ওভারের কোটা শেষ করার সুযোগও যে মিলছিল না তাঁর। তবে টানা চার ম্যাচে উইকেট-শূন্য থাকার পর ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার।

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার্সের বিপক্ষে ৪ ওভারে ১০ রান খরচ করে ৩ উইকেট নিয়ে দলের জয়ে দুর্দান্ত অবদান রাখেন সাকিব। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও টেনে এনেছেন শরীফুল ইসলাম। ৪ ওভারের আটঁসাট বোলিংয়ে ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন এই পেসার।

বোলিংয়ে দুর্দান্ত সাকিব অবশ্য ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। ইফতিখার আহমেদের ফিফটিতে ভর করে বাংলা টাইগার্সের করা ১৫২ রানে সাকিবের অবদান মাত্র ২ রান। ব্যাটিং পজিশনে ৬ নম্বরে নেমে সন্দীপ লামিচানের বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব। তবে সাকিব-শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন শরীফুল। তাঁর করা প্রথম ২ ওভারে ২ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কিরা নাইটস। আউট করেন দুইয়ে নামা আফগান ব্যাটার মুনির আহমেদকে। অন্যদিকে চার ম্যাচে উইকেট-খরায় থাকা সাকিব প্রথম দুই ওভারে ৩ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। মাঝের ওভারে উইকেট না পেলেও ৪ রানের বেশি খরচ করেননি। শেষ ওভারে ২৯ রান করা অভিজ্ঞ ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়েই দলকে অনেকটা জয়ের বন্দরে পৌঁছে দেন দেশসেরা অলরাউন্ডার।

টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে আগামী পরশু লিগের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবেন সাকিব-শরীফুলরা।

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা