হোম > খেলা > ক্রিকেট

‘লিটনের মাথা কাজ করছে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট—লিটন দাস যেখানেই খেলছেন, কিছুতেই যেন কিছু করতে পারছেন না। ব্যর্থতার চোরাবালিতে আটকে যাচ্ছেন বারবার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন, মানসিকভাবে একটু চাপেই রয়েছেন লিটন। 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ডাক মেরেছেন লিটন। তাতে ওয়ানডে দল থেকেই বাদ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে একই সংস্করণের (৫০ ওভার) বাংলাদেশের ঘরোয়া লিগ ডিপিএলে খেলতে পাঠানো হয় তাঁকে। তবে আবাহনী লিমিটেডের জার্সিতে এখানেও যে লিটন তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্লাবের বিপক্ষে ১৯ বলে করেছেন ৫ রান। যদি লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বিবেচনায় নেওয়া হয়, তাহলে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে একবারই দুই অঙ্ক পেরোতে পেরেছেন লিটন। 

লিটনের সঙ্গে অবশ্য সুজনের কথাবার্তা হয়নি ডিপিএলের ম্যাচ (শাইনপুকুর-আবাহনী) নিয়ে। তবে দীর্ঘদিনের পরিচয় থাকায় শিষ্যের (লিটন) মানসিক অবস্থা সুজন আন্দাজ করতে পেরেছেন। লিটন প্রসঙ্গে সুজন বলেন, ‘মানসিকভাবে হয়তোবা একটু অস্বস্তিতে আছে। যেহেতু সে (লিটন) রান করতে পারেনি, এটা নিয়ে হয়তোবা.... আমি জানি না, কারণ এ ব্যাপারে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি যদিও। তবে আমি ওকে খুব ছোট থেকে চিনি। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে প্রথম ওকে পেয়েছিলাম। তারপর থেকে ওকে যতটুকু জানি.... স্বাভাবিক পারফর্ম না করতে পারলে মন একটু খারাপ থাকে, চাপ থাকে। তবে এই খেলাগুলো মনে হয় না ওর জন্য চাপের ছিল। তারপরও হয়তোবা মাথা কাজ করে না অনেক সময়।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে—পাঁচ ম্যাচ মিলে লিটন ব্যাটিং করেছেন ওপেনিংয়ে। সেখানে আজ তিনি (লিটন) ব্যাটিং করেছেন তিন নম্বরে। লিটনকে তিন নম্বরে ব্যাটিং করানোর ব্যাখ্যায় সুজন বলেন, ‘আসলে (লিটন) একটু বেশিই ক্লান্ত মনে হচ্ছে আমার কাছে। হঠাৎ করে গতকাল এসেছে, তখনই জানতে পেরেছে ওর খেলতে হবে। মানসিকভাবেও অতটা প্রস্তুত ছিল না। আমিও তাকে তিনে ব্যাটিং করিয়েছি।’ 

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া