হোম > খেলা > ক্রিকেট

বিসিবি থেকে জালালের পদত্যাগ, বোর্ডে তবে ফারুক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন। 

আজকের পত্রিকাকে জালাল তাঁর পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে। তাঁরা (জালাল ও সাজ্জাদুল) দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন বলে জানিয়েছেন জালাল। জালাল ও সাজ্জাদুলের পরিবর্তে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ফারুককেই হয়তো বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির পদে দেখা যেতে পারে। ফারুক একসময় বিসিবির প্রধান নির্বাচক ছিলেন।

ক্রিকেট সংগঠক জালাল ১৯৯৭ সাল থেকে শুরু করে বিসিবির বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  ২০০৫ থেকে ২০০৯—এই চার বছর তিনি বোর্ডে ছিলেন না। জালালের মতোই আরেক অভিজ্ঞ সংগঠক সাজ্জাদুল। তরুণ বয়স থেকেই সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছেন সাজ্জাদুল।  ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ৮ বছর ছিলেন ক্রিকেট বোর্ডে। রাজনৈতিক কারণে সরে যেতে হয়েছিল ঠিকই। তবে ২০০৭ সাল থেকে বিসিবি তিনি পরিচালক ছিলেন। টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন তিনি।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার