হোম > খেলা > ক্রিকেট

বিসিবি থেকে জালালের পদত্যাগ, বোর্ডে তবে ফারুক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন। 

আজকের পত্রিকাকে জালাল তাঁর পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে। তাঁরা (জালাল ও সাজ্জাদুল) দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন বলে জানিয়েছেন জালাল। জালাল ও সাজ্জাদুলের পরিবর্তে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ফারুককেই হয়তো বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির পদে দেখা যেতে পারে। ফারুক একসময় বিসিবির প্রধান নির্বাচক ছিলেন।

ক্রিকেট সংগঠক জালাল ১৯৯৭ সাল থেকে শুরু করে বিসিবির বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  ২০০৫ থেকে ২০০৯—এই চার বছর তিনি বোর্ডে ছিলেন না। জালালের মতোই আরেক অভিজ্ঞ সংগঠক সাজ্জাদুল। তরুণ বয়স থেকেই সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছেন সাজ্জাদুল।  ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ৮ বছর ছিলেন ক্রিকেট বোর্ডে। রাজনৈতিক কারণে সরে যেতে হয়েছিল ঠিকই। তবে ২০০৭ সাল থেকে বিসিবি তিনি পরিচালক ছিলেন। টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন তিনি।

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...