হোম > খেলা > ক্রিকেট

বিসিবি থেকে জালালের পদত্যাগ, বোর্ডে তবে ফারুক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন। 

আজকের পত্রিকাকে জালাল তাঁর পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে। তাঁরা (জালাল ও সাজ্জাদুল) দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন বলে জানিয়েছেন জালাল। জালাল ও সাজ্জাদুলের পরিবর্তে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ফারুককেই হয়তো বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির পদে দেখা যেতে পারে। ফারুক একসময় বিসিবির প্রধান নির্বাচক ছিলেন।

ক্রিকেট সংগঠক জালাল ১৯৯৭ সাল থেকে শুরু করে বিসিবির বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  ২০০৫ থেকে ২০০৯—এই চার বছর তিনি বোর্ডে ছিলেন না। জালালের মতোই আরেক অভিজ্ঞ সংগঠক সাজ্জাদুল। তরুণ বয়স থেকেই সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছেন সাজ্জাদুল।  ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ৮ বছর ছিলেন ক্রিকেট বোর্ডে। রাজনৈতিক কারণে সরে যেতে হয়েছিল ঠিকই। তবে ২০০৭ সাল থেকে বিসিবি তিনি পরিচালক ছিলেন। টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন তিনি।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড