হোম > খেলা > ক্রিকেট

ফেরার ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেও হারলেন শান্ত

ক্রীড়া ডেস্ক    

শট খেলছেন শান্ত। ছবি: এনসিএল ফেসবুক পেজ

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ১ মাসের বেশি সময়ের পর। আর ফেরার ম্যাচেই হাসল শান্তর ব্যাট। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল রাজশাহী। বরিশালের কাছে হেরেছে ৫ উইকেটে।

সিলেট একাডেমি গ্রাউন্ডে আজ টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমেই ঝড় শুরু শান্ত ও হাবিবুর রহমানের। ওপেনিংয়ে দুজনে গড়েন ৮৯ রানের। সেই জুটি ভাঙে ৯.৫ ওভারে, মঈন খানের বলে ৪৭ রান নিয়ে ফেরেন হাবিবুর।

এরপর একে একে সাব্বির হোসেন (২৩), উইকেটরক্ষক প্রীতম কুমার (০) ও মেহরব হোসেন (১০) ফিরলেও দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে ৫ উইকেটে ১৮৪ রানের স্কোর এনে দেন শান্ত। শেষ উইকেট হিসেবে মেহেদী হাসানের বলে ফেরা রাজশাহী অধিনায়ক করেন ৫৪ বলে ৮০ রান। ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছয়। স্ট্রাইকরেট—১৪৮.১৫। রাজশাহীর হয়ে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা (১০) ও গোলাম কিবরিয়া (১)। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মঈন ও মেহেদী।

লক্ষ্য তাড়ায় শান্তর বিধ্বংসী ইনিংসকে ম্লান করে দেন ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি। ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ৩৯ বলে ৫৩ রান করা মজিদকে রানআউট করে থামান শান্ত। ৩৪ বলে ৫৬ রান করেন রাব্বি। তার আগে ২৪ বলে ৩৫ রান করে রানআউট হন ইফতিখার হোসেন ইফতি।

দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর। খুলনার বিপক্ষে ঢাকা মেট্রো জিতেছে ৬ রানে। আর লো স্কোরিং ম্যাচে চট্টগ্রামকে ১০ উইকেটে হারিয়েছে ঢাকা।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’