হোম > খেলা > ক্রিকেট

দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ কমিয়ে আনার সুপারিশ এমসিসির

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এমন অভিমত দিয়ে আসছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এমনকি দ্বিপক্ষীয় সিরিজ বন্ধের কথাও জানিয়েছেন ওয়াসিম আকরাম ও রবিশাস্ত্রীর মতো কিংবদন্তিরা। 

এবার দুই কিংবদন্তির সুরেই কথা বলেছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ২০২৭ বিশ্বকাপের পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ করেছে এমসিসি। গতকাল এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। 

বিবৃতিতে বলা হয়েছে, ওয়ানডে বিশ্বকাপের বাইরে ৫০ ওভারের সংস্করণ নিয়ে সংশয় প্রকাশ করেছে এমসিসির বর্তমান কমিটি। ২০২৭ বিশ্বকাপের পর ছেলেদের দ্বিপক্ষীয় সিরিজ কমানোর সুপারিশ করেছে। কমিয়ে আনলে এটির মান আরও বাড়বে। এমনকি এটি বন্ধের সুপারিশও করেছে এমসিসি। তবে বিশ্বকাপের বছরে দ্বিপক্ষীয় সিরিজ হতে পারে এমন মতও দিয়েছে এমসিসির কমিটি। 

ব্যস্ত সূচির কারণে ওয়ানডে সংস্করণটির মূল্য নিয়ে প্রশ্ন উঠেছে। ১৩ সদস্যের এমসিসি কমিটি ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে লর্ডস টেস্টের আগে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেখানেই এ সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। বর্তমান কমিটিতে আছেন—কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, হিদার নাইট, এউইন মরগানের মতো ক্রিকেটাররা। আর কমিটির সভাপতি হচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। 

শুধু ওয়ানডে সংস্করণ নয়, পুরো ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন করে সাজানোর সময় এসেছে বলে জানিয়েছেন এমসিসির সভাপতি গ্যাটিং। ৬৬ বছর বয়সী সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘সময় এসেছে ক্রিকেটকে নতুন করে সাজানোর।’

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড