হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ দিয়ে কাউকে বিচার করা ঠিক না, বলছেন রবি শাস্ত্রী

ভারতের অন্যতম সফল কোচদের একজন রবি শাস্ত্রী। সংযুক্ত আরব আমিরতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে তাঁর দুই মেয়াদে ভারতের কোচের যাত্রা। ঘরের বাইরে তাঁর সময়েই দুর্দান্ত এক দলে পরিণত হয় ভারত। যদিও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টেস্ট-ওয়ানডে দুই সিরিজই হেরেছে তারা।

ভারতের কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে থাকার সুযোগ হয়েছে শাস্ত্রীর। তবে বিশ্বকাপ শিরোপা জেতার সুযোগ হয়নি তাঁর। তবে বিশ্বকাপ জেতাকেই সাফল্যের চূড়ান্ত মানতে নারাজ শাস্ত্রী। এটাকে ব্যর্থতা হিসেবেও দেখতে চান না তিনি। তাঁর মতে, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, লক্ষ্মণ, রোহিতের মতো বড় খেলোয়াড়েরা বিশ্বকাপ জেতেনি। তার মানে এটা নয় যে তারা খারাপ খেলোয়াড়। আমাদের মাত্র দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে। এমনকি টেন্ডুলকারও একটি বিশ্বকাপ জেতার আগে ছয়টিতে হেরেছিল।’ 

ঘরের বাইরে ভারত নিয়মিত জিততে শিখেছে শাস্ত্রীর কোচিংয়ের মেয়াদকালে। এই সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটি টেস্ট সিরিজ জেতে ভারত। সব মিলিয়ে বিশ্বকাপ ছাড়াও কোচ হিসেবে শাস্ত্রীর সাফল্য বেশ ঈর্ষণীয়। বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা ঠিক না জানিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ দিয়ে কাউকে বিচার করা ঠিক না। বিচার করা উচিত তার খেলা দিয়ে, খেলাটায় সে কেমনভাবে প্রতিনিধিত্ব করছে এবং এতে তার কতটা উদ্যম আছে।’

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড