হোম > খেলা > ক্রিকেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের ৩৮৪ রানের পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

টেস্টে রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন জো রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সিডনিতে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য এক সেঞ্চুরি করেছেন। রুটের রেকর্ড সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াও।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের সকালে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটারের এটা ৪৩তম টেস্ট সেঞ্চুরি। তাতে রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে টেস্টে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে গেলেন রুট। তাঁর সেঞ্চুরির পর পাল্টা জবাব দিতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৪.১ ওভারে ২ উইকেটে ১৬৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা।

অ্যাশেজের পঞ্চম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছে ৪৫ ওভারে ৩ উইকেটে ২১১ রানে। ইনিংসের ৪৮তম ওভারের চতুর্থ বলে ব্রুককে ফেরান স্কট বোল্যান্ড। ১৬ রানের জন্য ব্রুক ১১তম টেস্ট সেঞ্চুরি মিস করেছেন। চতুর্থ উইকেটে ব্রুক-রুট গড়েন ২০৯ বলে ১৬৯ রানের জুটি গড়েন।

ম্যাচের পরিস্থিতি বুঝে কখন কীভাবে খেলতে হয়, সেটা রুটের ভালোই জানা। শুধু ব্রুকের সঙ্গেই নয়, মিডল-লোয়ার মিডল অর্ডারে আরও দুটি জুটি গড়তে সহায়তা করেছেন রুট। ষষ্ঠ ও সপ্তম উইকেটে জেমি স্মিথ ও উইল জ্যাকসের সঙ্গে ৯৪ ও ৫২ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটিতে রুটের অবদান ছিল অসাধারণ। নবম ব্যাটার হিসেবে আউট হওয়া রুট ২৪২ বলে ১৫ চারে করেছেন ১৬০ রান। ৯৮তম ওভারের প্রথম বলে তাঁকে ফেরান নেসের। একই ওভারের তৃতীয় বলে জশ টাঙকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন নেসের। ৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ইংলিশরা ৯৭.৩ ওভারে ৩৮৪ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার পেসার নেসের ১৮.৩ ওভারে ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার জ্যাক ওয়েদার‍্যাল্ড-ট্রাভিস হেড গড়েন ৫৭ রানের জুটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ওয়েদারল্যান্ডকে (২১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বেন স্টোকস। দ্বিতীয় উইকেটে এরপর ১১৩ বলে ১০৫ রানের জুটি গড়েন হেড ও মারনাস লাবুশেন। ৩১তম ওভারের শেষ বলে লাবুশেনের উইকেটটা নিয়েছেন স্টোকসই। ৬৮ বলে ৭ চারে লাবুশেন করেছেন ৪৮ রান। তিনি ফেরার পর ১৯ বল পরই দিনের খেলা শেষ হয়েছে। ট্রাভিস হেড ৮৭ বলে ৯১ রানে অপরাজিত। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ১৫ চার। মাইকেল নেসের ১৫ বলে ১ রানে ব্যাটিং করছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা