হোম > খেলা > ক্রিকেট

ব্র্যাডম্যান-সোবার্সের পাশে জয়সওয়াল

যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে কে বলবে, টেস্ট ক্রিকেটে এখনো তাঁর বছরও হয়নি। রাঁচি টেস্ট দিয়ে খেলছেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগের দুই টেস্টে টানা দ্বিশতক পাওয়া জয়সওয়াল আজও প্রায় ছুটছিলেন সেঞ্চুরির পথে।

তবে দ্বিতীয় দিনেই রাঁচির স্পিন-বান্ধব উইকেটে ভয়ংকর হয়ে ওঠা শোয়েব বশিরকে সামলাতে পারেননি। নিচু বলে হয়ে যান বোল্ড। ভারত ওপেনার ফেরেন ১১৭ বলে ৭৩ রানে। অবশ্য সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও জয়সওয়াল নতুন এক মাইলফলক ছুঁয়েছেন আজও। 

যেন-তেন মাইলফলক নয়, যে অভিজাত তালিকায় তাঁর জায়গা হলো সেখানে আছেন স্যার ডন ব্র্যাডম্যান, স্যার গ্যারি সোবার্স ও সুনীল গাভাস্কারের মতন কিংবদন্তিরা। কি সে রেকর্ড? বয়স ২৩ হওয়ার আগেই টেস্টে এক সিরিজে ৬০০ ‍+ রান। এ তালিকার সপ্তম সদস্য এবং দ্বিতীয় ভারতীয় এখন জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের রান ৬১৮। 

রাঁচি টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ইংলিশরা। জো রুটের সেঞ্চুরিতে গতকাল ৭ উইকেটে ৩০২ রানে প্রথম দিন শেষ করে সফরকারীরা। দ্বিতীয় দিনে তার সঙ্গে যোগ করে আরও ৫১। আজ প্রথম ইনিংস শুরু করা ভারত খুব বেশি এগোতে পারেনি। দিন শেষ করেছে ৭ উইকটে ২১৯ রানে। স্বাগতিকেরা পিছিয়ে ১৩৪ রানে। জয়সওয়াল ছাড়া ভারতের আর কেউ ফিফটি পাননি। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইেকট স্পিনার বশিরের। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ভারত।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ