হোম > খেলা > ক্রিকেট

সকালেই ম্যাচে ফিরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

দ্বিতীয় দিন শেষে পাকিস্তান কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকার পরও লিটন দাস বলেছিলেন, ‘খেলা এখনো দুদিকেই আছে।’ বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার আত্মবিশ্বাসী কণ্ঠে কেন এ কথা বলেছিলেন বোঝা গেল আজ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের। আগের দিনের সঙ্গে ৫৮ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান। 

আগের দিন উইকেট পেতে পেতেও পাননি রিভিউ না নেওয়ায়। তাইজুল ইসলাম সেই হতাশা কি দারুণভাবেই না মেটালেন আজ। দিনের প্রথম ওভারেই টানা দুই বলে আবদুল্লাহ শফিক ও আজহার আলীকে ফিরিয়ে শীতের সকালে আরও ঠান্ডা করে দেন পাকিস্তানের ড্রেসিংরুমকে। 

আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে এদিন ব্যাটিং শুরু করেন আবিদ আলী আর আবদুল্লাহ শফিক। প্রথম ওভারে বোলিংয়ে এসেই বাজিমাত তাইজুলের। ওভারের চতুর্থ বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন আবদুল্লাহকে (৫২)। তৃতীয় দিনে কোনো রান যোগ না করেই ফিরে যান পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা এই উদ্বোধনী ব্যাটার। শফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই শেষ আজহার আলীও। এবারও হন্তারক সেই এলভিডব্লু। শুরুতে ২ উইকেট পড়ে যাওয়ার পরও অবিচল ছিলেন আবিদ আলী। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক বাবর আজমকে নিয়ে জুটি গড়ে এগোচ্ছিলেন আবিদ। নিজেকে উইকেটে সেট করে নিচ্ছিলেন বাবর। এ সময়ই মেহেদী হাসান মিরাজের স্বপ্নের এক ডেলিভারিতে স্টাম্প ভাঙল সাদা বলের এক নম্বর ব্যাটারের। অফ স্টাম্পের একটু বাইরে জোরের ওপর বল করেছিলেন মিরাজ। সেটি হঠাৎ বাঁক বদলে ভেঙে দেয় বাবরের অফ স্টাম্প। 

বাবরকে ফিরিয়ে দেওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মুমিনুল হকের দল। বাংলাদেশের দুই স্পিনার দুই দিক থেকে চেপে ধরেন পাকিস্তানি ব্যাটারদের। তার ফল মিলল দ্রুত। এবার তাইজুলের শিকার ফাওয়াদ। ব্যাট ছুঁয়ে বলটা বেরিয়ে যাওয়ার সময় দুর্দান্ত দক্ষতায় লুফে নেন লিটন দাস। 

এক ওভার পর আবারও বাংলাদেশকে আনন্দে ভাসাতে পারতেন তাইজুল। উইকেটে জেঁকে বসা আবিদ আলীকে ফেরানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন নাজমুল হোসেন শান্ত। আবিদের ব্যাটে লেগে বল লিটনের প্যাড ছুঁয়ে যায় শান্তর কাছে। তবে সেটি ধরতে পারেননি তিনি। এ নিয়ে এ বছরের মধ্যে তৃতীয়বারের মতো স্লিপে ক্যাচ ছাড়লেন শান্ত। 

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। এ পর্যন্ত দুই দলের ১৪ ব্যাটার আউট হয়েছেন। সবাই ফিরেছেন লাঞ্চের আগেই। বাংলাদেশের সামনে এবার তাই চ্যালেঞ্জটা একটু বেশিই। দ্রুতই পাকিস্তানকে অলআউট করতে হলে আরও দারুণ কিছুই করতে হবে তাইজুল-মিরাজদের।

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর