হোম > খেলা > ক্রিকেট

দাপুটে জয়ে শুরু বাংলাদেশের যুবাদের

যুব এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।

দুবাইয়ে ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দেখে শুনে শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিলেন স্বাগতিকদের দুই ওপেনার আরিয়ানশ শর্মা ও অক্ষত রাই। দুজনে মিলে ২৯ রান যোগ করেন। ২২ রানে আরিয়ানশ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে তারা।

দলীয় রান এক শো হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে আমিরাত। প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেন মাহফুজুর রহমান রাব্বি-পারভেজ রহমান জীবনরা। লোয়ার অর্ডারের ব্যাটারদের কল্যাণে শেষ পর্যন্ত ১৬৭ রান করতে পারে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ স্কোরার হার্দিক রাই। নয়ে নেমে ৫১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও জীবন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং জিশান আলম। উদ্বোধনী জুটিতে তাঁরা দলীয় খাতায় ৭৪ রান যোগ করেন। ৪২ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান। ওপেনিং সঙ্গীকে হারালেও অন্য সতীর্থদের নিয়ে রানের চাকা সচল রাখেন শিবলি।

সতীর্থদের সঙ্গে ছোট ছোট কয়েকটি জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান শিবলি। তবে ফিফটি করার পর ৭১ রানে নিজে আউট হলে ধাক্কা খায় বাংলাদেশ। ৪০ তম ওভারে আউট হওয়ার সময় দলীয় রান ছিল ৫ উইকেটে ১৭০। একটা সময় যখন ২৫০ রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেটা পরে ২২৮ রানে থেমে যায়। এই সংগ্রহও আসে শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১৮ রানের সৌজন্যে। ৪৪ রানে ৬ উইকেট নিয়ে আরব আমিরাতের সেরা বোলার ধ্রুব পরাশর।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু