টস হেরে ব্যাটিং পেয়েও আত্মবিশ্বাসী ছিলেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। শ্রীলঙ্কার সামনে বড় স্কোর দাঁড় করানোর কথা জানিয়েছিলেন তিনি। উদ্বোধনী ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ সেটাই করলেন। রীতিমতো লঙ্কান বোলারদের ওপর ঝড় তুললেন তিনি। তাঁর ৮৪ রানে চড়ে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৫ রান তোলে আফগানরা। জিততে হলে লঙ্কানদের করতে হবে ১৭৬ রান।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় আফগানরা। দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও গুরবাজের ঝোড়ো শুরুতে ৪৬ রানের জুটি পায় তাঁরা। পঞ্চম ওভারের ৫ম বলেই জাজাই (১৩) ফিরলে ভাঙে এই জুটি।
তিনে এসে গুরবাজকে দারুণ সঙ্গ দেন ইব্রাহিম জাদরান। তাতে দ্রুত রান তোলায় মনোযোগী হন গুরবাজ ৷ একের পর এক বোলারের ওপর তোপ ঝাড়েন তিনি। ২২ বলেই ব্যক্তিগত ফিফটি পেরিয়ে যান গুরবাজ। ১৬তম ওভারে এসে তাঁর ঝোড়ো ইনিংস থামান আসিথা ফার্নান্দো। ৪৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৮৪ রান করেন গুরবাজ।
তৃতীয় উইকেটের জুটিতে ইব্রাহিমের সঙ্গে ব্যাট করতে আসেন নাজিবুল্লাহর জাদরান। স্লগ ওভার হওয়ায় তাঁর ব্যাটিং অর্ডার এগিয়ে আনা হয়। দলীয় ১৫১ রানে ইব্রাহিমকে ফেরান দিলশান মাধুশঙ্কা। নবী এসেও সঙ্গ দিতে পারেননি। থিকসানার বলে ফেরেন তিনি। পরের বলে রানআউটে ফেরেন নাজিবুল্লাহ। শেষ দুই ওভারে আফগানদের ভালোই ভুগিয়েছেন লঙ্কানরা।