সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
এদিন টস ভাগ্যটা ভালো ছিল না বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের। টসে হেরে গেছেন তিনি। টস জিতে আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।