হোম > খেলা > ক্রিকেট

একেই বলে শ্বাসরুদ্ধকর জয়

ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা। 

জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন। 

শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে। 

শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি। 

জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ