হোম > খেলা > ক্রিকেট

এক ইংরেজের হাতে ইডেন গার্ডেনসের রাজত্ব হারালেন সৌরভ

সৌরভ গাঙ্গুলির ঘরের মাঠ ইডেন গার্ডেনস। এই মাঠে ‘প্রিন্স অব কলকাতা’ কত কীর্তি না গড়েছেন! তবে গত রাতে প্রিয় স্টেডিয়ামে বসে সেখানে গড়া এক রেকর্ড হাতছাড়া হতে দেখলেন এক ইংরেজ ‘বাবু’র হাতে। 

সৌরভের কিইবা করার ছিল! সেই কবেই ব্যাট-প্যাড তুলে রেখে এখন অন্য কাজে মন দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন শক্ত হাতে। কলকাতার দাদা এখন অবশ্য মাঠের কার্যক্রমে ফিরেছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে আছেন তিনি। 

আইপিএলে শুরুর দিকে সৌরভ খেলেছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্বও ছিল তাঁর কাঁধে। তবে মহারাজ এখন দিল্লিতে। সেই দিল্লির সঙ্গে কলকাতার ম্যাচ ছিল গত রাতে। সেই ম্যাচে সৌরভের দিল্লি হেরেছে ৭ উইকেটে। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় কলকাতা ১৬.৩ ওভারে করে ১৫৭ রান। এর আগে দিল্লি ৯ উইকেটে করে ১৫৩ রান। 

কলকাতার জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ফিলিপ সল্ট। ৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ে করেন ৬৮ রান। এই ইংরেজের হাতেই ইডেন গার্ডেনসের রাজত্ব হারালেন সৌরভ। রাজত্ব হারানোটা মাঠে বসেই দেখলেন তিনি। সল্ট ভেঙে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়কের ১৪ বছরের পুরোনো রেকর্ড। সেটিও কলকাতার হয়ে নিজের প্রথম মৌসুমে।

ইডেন গার্ডেনসে আইপিএলে এক মৌসুমে এত দিন সর্বোচ্চ রান ছিল সৌরভের। ২০১০ সংস্করণে ৭ ইনিংসের ৩৩১ রান করেছিলেন তিনি। গত রাতে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৬৮ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সল্ট। কলকাতার হয়ে এবারই প্রথম খেলতে আসা ২৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার এই মাঠে ৬ ইনিংসে করে ফেলেছেন ৩৪৪ রান। 

ইডেনে আইপিএলের এক সংস্করণে তৃতীয় সর্বোচ্চ রান আন্দ্রে রাসেলের। ১০ বছর ধরে কলকাতার হয়ে খেলা এই ক্যারিবীয় তারকা ২০১৯ সালে ৭ ইনিংসে করেন ৩১১ রান। ২০১৮ সংস্করণে ৯ ইনিংসে ক্রিস লিন করেন ৩০৩ রান।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন