হোম > খেলা > ক্রিকেট

উদ্‌যাপনটা ওয়ানডে সিরিজের জন্য জমিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা

ছেলেদের ক্রিকেট হোক বা মেয়েদের, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় দেখা যায় খুব কমই। গতকাল ভারতের বিপক্ষে দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। তবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ এখনই উদ্‌যাপন করতে চায় না।

প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে। তাতে বাংলাদেশের মাঠে প্রথম জয় তো এসেছেই, একই সঙ্গে পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৮ এর জুনে কুয়ালালামপুরে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে।

পাঁচ বছর পর ভারতকে হারালেও উদ্‌যাপন তেমন করেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। জ্যোতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজকে ‘পাখির চোখ’ করেছেন। ১৬ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমরা অনেক খুশি। ভারতের সঙ্গে সব সময় ক্লোজ ম্যাচ হয়। আরেকটু ভালো খেললে সিরিজ জেতা হতো। এটা একটা বিষয় ছিল। দ্বিতীয়ত, এখনো অনেক বাকি আছে। তাই সেরকম উদ্‌যাপন হয়নি। উদ্‌যাপনের একটা পরিপূর্ণতা তো রয়েছে। সামনে আমাদের ফরম্যাট আসছে। সেখানে ভালো কিছু হলে সেভাবে উদ্‌যাপন করব।’

শেষ টি-টোয়েন্টি ম্যাচের জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন জ্যোতি। বোলারদের প্রশংসা করেছেন তিনি। যেখানে গতকাল ভারতের স্কোর ছিল ১৬ ওভারে ৩ উইকেটে ৯০, সেখানে সফরকারীরা করতে পারে ৯ উইকেটে ১০২ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওয়ানডে সিরিজের আগে আমাদের মোমেন্টাম দরকার ছিল। আজ (গতকাল) যেভাবে বোলিং করেছি, সেই মোমেন্টাম আমরা পাব। বোলাররা তাদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। বড় দলকে আমরা হারাতে পারি।’

‘মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুর্গন্ধ ছড়াচ্ছে’

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দুই বছর পর বিপিএলে ফিরেই ওয়াসিমের ফিফটি, নোয়াখালীর ছয় হার

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’