হোম > খেলা > ক্রিকেট

কারানের বিধ্বংসী বোলিংয়ে অল্পতেই শেষ আফগানিস্তান

ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফাইফার, তাও আবার বিশ্বকাপে-রেকর্ড গড়ার জন্য মঞ্চটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন স্যাম কারান। পার্থ স্টেডিয়ামে কারানের ফাইফারে ধসে গিয়েছে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। দুই বল আগেই ১১২ তে অলআউট হয়ে যায় আফগানরা। ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ১১৩ রান।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে শুরু থেকেই আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। ৬.৩ ওভারে ৩৫ রান তুলতেই ২ উইকেট হারায় আফগানরা। এরপর তৃতীয় উইকেটে উসমান ঘানি-ইব্রাহিম জাদরান ২৭ রানের জুটি গড়েছেন। তবে ইব্রাহিমকে ফিরিয়ে এই ২৭ রানের জুটি ভেঙে দেন কারান। এখান থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষ ওভারে দুই উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ফাইফার পূর্ণ করেন কারান।  ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয় আফগানরা।

আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ইব্রাহিম জাদরান। ৩০ বলে ৩২ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। সেরা বোলিং করেছেন স্যাম কারান। ৩.৪ ওভার বোলিং করে ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে