হোম > খেলা > ক্রিকেট

যুক্তরাষ্ট্রের দায়িত্বে বাংলাদেশের সাবেক প্রধান কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ নিয়োগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেয়ে খুশি স্টুয়ার্ট ল। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ক্রিকেটে যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী এক সহযোগী দেশ। বিশ্বাস করি যে সামনে আমরা একটা দুর্দান্ত দল গঠন করতে পারব।’ 

বাংলাদেশের বিপক্ষেই প্রথম কাজ শুরু করবেন স্টুয়ার্ট ল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজটি নিয়ে তিনি বলেছেন, ‘আমার প্রথম কাজ হবে বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া। এরপর ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করতে হবে, যেটা অনেক বড় টুর্নামেন্ট।’ 

আসলেই বড় টুর্নামেন্ট। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো সংস্করণের বিশ্বকাপ ২০ দলের হতে যাচ্ছে। আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। সিরিজটি শুরু হবে ২১ মে। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সব ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। 

২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছিলেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটারের অধীনেই ২০১২ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানরা। শুধু জাতীয় দলের নয়, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচই ছিলেন তিনি। বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন ৫৫ বছর বয়সী কোচ। আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা