হোম > খেলা > ক্রিকেট

নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফরে অনিশ্চিত স্টার্ক

আগামী মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। সেই সফরে দলের সঙ্গে পাকিস্তানে আসার ব্যাপারে এখনই কোনো নিশ্চয়তা দিতে চান না অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র বলছে, তারা পাকিস্তান সফরের ব্যাপারে গত মাসেই খেলোয়াড়দের অবিহিত করেছে। তবে অজি ক্রিকেট বোর্ড আশা করছে না যে নিরাপত্তার নিশ্চয়তা পেলেও তারা পাকিস্তান সফরে সব খেলোয়াড়কেই দলের সঙ্গে পাবে।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া পাকিস্তানে গেলে সেটি হবে ১৯৯৮ সালের পর দেশটিতে অজিদের প্রথম সফর। লম্বা সময় পর পাকিস্তান সফরে যাওয়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল মিচেল স্টার্কের ভাবনা।

তবে এখনই পাকিস্তান সফরের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে নারাজ স্টার্ক। সিডনি মর্নিং হেরাল্ডকে স্টার্ক বলেন, ‘আসন্ন সফর নিয়ে আমাদের অবগত করা হয়েছে। আমার মনে হয় এটা নিয়ে ভাবার জন্য সব খেলোয়াড়কে সময় দেওয়া উচিত। আমাদের সামনে একটা ম্যাচ আছে। তারপর এটা নিয়ে ভাবব।’ 

পাকিস্তান সফরে যেতে খেলোয়াড়দের রাজি করাতে অবশ্য আরও সময় নিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত কোনো খেলোয়াড় যেতে না চাইলে সেই সিদ্ধান্তকে সম্মান করা হবে বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড