হোম > খেলা > ক্রিকেট

তামিমের জায়গায় তাহলে হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবাল ছিটকে যাওয়ায় ডিপিএলের বাকি অংশে মোহামেডানকে নেতৃত্ব দিতে পারেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।

গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।

টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।

সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।

বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’

তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত