হোম > খেলা > ক্রিকেট

‘আফ্রিদিকে ধুয়ে দিয়ে ভারতীয় ক্রিকেটার ঠিক কাজ করেছেন’

ক্রীড়া ডেস্ক    

আফ্রিদিকে ধুয়ে দেওয়ায় ইরফান পাঠানকে ধন্যবাদ জানিয়েছেন কানেরিয়া। ছবি: সংগৃহীত

২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।

কদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে আফ্রিদির পুরোনো এক ঝগড়ার ঘটনা ভাইরাল হয়েছে। সেখানে কুকুরের মাংসের কথা উল্লেখ করেন ইরফান। আফ্রিদিকে ধুয়ে দেওয়ায় ইরফানের ওপর কানেরিয়া অনেক খুশি হয়েছেন। এক্সে কানেরিয়া বলেন, ‘ইরফান ভাই। আপনি সঠিক কথা বলেছেন। তিনি (আফ্রিদি) সব সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পছন্দ করেন। কারও পরিবার বা ধর্ম টেনে আনেন।ক্লাস ও ভদ্রতা তার মধ্যে নেই বললেই চলে।’

ইরফানের সঙ্গে আফ্রিদির ভাইরাল ঝগড়ার ঘটনা মূলত ২০০৬ সালের। ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছরের পুরোনো ঘটনার প্রসঙ্গে ইরফান বলেন, ‘২০০৬ সালে আমরা ফ্লাইটে দুই দল করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। আফ্রিদি আমার কাছে এসে হাত দিয়ে চুল এলোমেলো করে দিয়ে বলেছিলাম, “বাচ্চা কেমন আছো?” আমি বলেছিলাম, “তুমি আমার বাপ হলে কবে?”

ইরফান-আফ্রিদির ১৯ বছর আগের পুরোনো ঘটনার সাক্ষী ছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক। ইরফান বলেন, ‘আমার পাশে তখন রাজ্জাক বসে ছিল। তাকে জিজ্ঞেস করেছিলাম, “এখানে কী কী মাংস পাওয়া যায়।” সে এটা-ওটা বলতে থাকলে আমি ফের জিজ্ঞেস করেছিলাম, “কুকুরের মাংস কি পাওয়া যায়?” অবাক হয়ে বলল, “এটা বলছো কেন?” আমি বললাম, “সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়ে এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’

১২ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া এখন তাদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহতের ঘটনায় দুই দেশের মধ্যে ‘যুদ্ধংদেহী মনোভাব’ চলে আসে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো সাবেক ভারতীয় ক্রিকেটাররা তখন সামাজিক মাধ্যমে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পোস্ট করেছিলেন। কানেরিয়া তখন এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলেছেন তিনি। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭৬ উইকেট পেয়েছেন পাকিস্তানি এই লেগস্পিনার।

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়