আগেরদিন উইকেট পেতে পেতেও পাননি রিভিউ না নেওয়ায়। তাইজুল ইসলাম সেই হতাশা মেটালেন আজ সকালেই দুই উইকেট তুলে নিয়ে। দিনের প্রথম ওভারেই টানা দুই বলে ফেরান আবদুল্লাহ শফিক ও আজহার আলীকে। পাকিস্তানের দুই ব্যাটারকে শুরুতেই ফিরিয়ে বাংলাদেশকেও খেলায় ফেরালেন এই বাঁহাতি স্পিনার।
আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন আবিদ আলী আর আব্দুল্লাহ শফিক। প্রথম ওভারে বোলিংয়ে আসেন তাইজুল। ওভারের চতুর্থ বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন আগের দিনে ৫২ রান করে অপরাজিত থাকা আব্দুল্লাহকে। তৃতীয় দিনে কোনো রান যোগ না করেই ফিরে যান পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা এই উদ্বোধনী ব্যাটার। শফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই আউট আজহার আলী। আজহারকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। আগের দিনের ১৪৫ রানের সঙ্গে ১ রান যোগ করতেই প্রথম ওভারে ২ উইকেট হারায় পাকিস্তান।
এরপর বাবর আজম ও ফাওয়াদ আলম দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৮৩। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ১৪৭ রানে।