হোম > খেলা > ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের সমান সম্ভাবনা দেখছেন সৌরভ

টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সংস্করণে নিউজিল্যান্ডের কাছে হারায় এবার তাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। লক্ষ্য পূরণ করতে এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। 

ফাইনাল ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। নিজেদের যুক্তি-বিশ্লেষণের ওপর ভিত্তি করে  সাবেক ক্রিকেটারদে কেউ ভারতকে আবার কেউ অস্ট্রেলিয়াকে ফেবারিট মনে করছেন। অন্যরা দুই ভাগে বিভক্ত হলেও কোনো পক্ষই বেছে নেননি সৌরভ গাঙ্গুলি। দুই দলের সমান সম্ভাবনাই দেখছেন ভারতের সাবেক অধিনায়ক। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সৌরভ বলেছেন, ‘আশা করি ফাইনালটি দুর্দান্ত হবে। জানি না কোনো দল জিতবে। তবে খেলা দেখব। ভারত জিতুক এটা চাই, কিন্তু আমার মনে হয় দুই দলের সম্ভাবনা ফিফটি ফিফটি।’ 

সর্বশেষ ফাইনাল সাউদাম্পটনে হলেও এবারেরটি হবে ওভালে। আগামী ৭ জুন ফাইনালটি শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি আইপিএল শেষে শুরু করবে ভারত। আগামী ২৮ তারিখ আইপিএলের ফাইনাল হবে। ইতিমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আজ তাদের প্রতিপক্ষ নিশ্চিত হবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লড়বে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান