বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো এক দিনই ছিল গতকাল। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় তো বটেই, নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পেয়েছে একগাদা উদ্যাপনের উপলক্ষ। ২০২৪-এর ৩ অক্টোবর দিনটা তাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির কাছে ‘স্পেশাল’।
শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলতে নেমেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন জ্যোতি। একই দিনে ছিল তাজ নেহারের ২৭তম জন্মদিন। এ দুই উপলক্ষ্যের সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি ‘বিশেষ ঘটনা’। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আকতার। ফাহিমা খাতুন পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট। সব ছাপিয়ে বড় উপলক্ষ্য স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করা। জ্যোতির শততম ম্যাচেই যে বাংলাদেশ ১০ বছর পর জয় পেয়েছে আইসিসির ইভেন্টটিতে, তখন কাঁদতে দেখা গেছে।
জ্যোতির আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ২০১৫ সালে। শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে তাঁর লেগেছে ৯ বছর। যেটা তাঁর কল্পনার বাইরে ছিল বলে গতকাল জানিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জীবনের বড় অর্জন এটা। যখন শুরু করেছিলাম, কল্পনাও করিনি যে এত দূর আসতে পারব।’ পরিবার ও সতীর্থদেরও এমন কীর্তি অর্জনের জন্য কৃতিত্ব দিয়েছেন জ্যোতি।
২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।১০ অক্টোবর জ্যোতিরা শারজায় খেলবেন উইন্ডিজের বিপক্ষে। দুবাইয়ে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ ১২ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন–