হোম > খেলা > ক্রিকেট

রেফারির দিকে তেড়ে যাওয়ায় কঠিন শাস্তি পেলেন রিয়াল ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

কড়া শাস্তি পেলেন রিয়াল ডিফেন্ডার আন্টনিও রুডিগার। ছবি: সংগৃহীত

আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এক প্রতিবেদন থেকে জানা যায়, রেফারির সঙ্গে সামান্য সহিংস আচরণের দায়ে রুডিগারকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোতসিয়া তাঁর প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, ‘টেকনিক্যাল এলাকা থেকে কিছু একটা ছুড়ে মারার জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেটা আমার গায়ে অল্পের জন্য লাগেনি।’ লুকাস ভাসকেজকে দেওয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় এমন শাস্তি পেয়েছেন তিনি।

এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জেতে বার্সেলোনা। রেফারি বেনগোতসিয়া শেষ বাঁশি বাজানোর কয়েক মিনিট আগে রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল ডিফেন্ডারের শরীরী ভাষাই বলে দিচ্ছিল রেফারির সিদ্ধান্ত তাঁর পছন্দ হয়নি। তখন রেফারি বেনগোতসিয়ার দিকে কিছু একটা ছুড়ে মারা হয়। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, রেফারিকে লক্ষ্য করে এক টুকরা বরফ ছুড়ে মেরেছিলেন রুডিগার।

রুডিগারের সঙ্গে ভাসকেজকেও লাল কার্ড দেখানো হয়েছিল কোপা দেল রের ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রুডিগার ও ভাসকেজ। তবে জুড বেলিংহামকে দেওয়া লাল কার্ড প্রত্যাহার করে নেয় আরএফইফ। রেফারি বেনগোতসিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘আগ্রাসী মনোভাব নিয়ে বেলিংহাম আমাদের দিকে তেড়ে আসছিল। সতীর্থরা তাকে (বেলিংহাম) থামায়।’ তবে আরএফইএফের দাবি, রিয়াল যে ভিডিও দেখিয়েছে, তাতে এ ধরনের কাজের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

After I have played more than seven month with severe pain, it was unfortunately unavoidable that I had to undergo a meniscus surgery. Now I'm finally pain-free again, and the surgery was a success. 🙌🏾 Thanks to the medical team. I want to be able to play again as soon as… pic.twitter.com/HhrFD3Io1u

— Antonio Rüdiger (@ToniRuediger) April 29, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

নিষেধাজ্ঞার আগেই রুডিগারকে নিয়ে মিলেছে দুঃসংবাদ। বাঁ হাঁটুর বাইরের অংশের মেনিসকাসের অস্ত্রোপচার করানো হয়েছে। রিয়াল ডিফেন্ডার গত রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। কত দিনের জন্য ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে ইএসপিনকে এক সূত্র জানিয়েছেন, রিয়ালের এই ডিফেন্ডারকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। যদি এমনটা হয়, তাতে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার বাকি অংশ তাঁর শেষ হয়ে গেছে। এমনকি ১৪ জুন যুক্তরাস্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত