হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে টেনে ধোনির সমালোচনা সাবেক ভারতীয় ক্রিকেটারের

ক্যারিয়ারের অনেকবারই এমন কাজ করেছেন মহেন্দ্র সিং ধোনি। শেষ দিকে উইকেটে ব্যাটিং সঙ্গী হিসেবে বোলারদের পেয়ে তাদের স্ট্রাইকে যাওয়ার কোনো সুযোগ না দিয়ে একাই ব্যাটিং করেছেন তিনি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও তেমনি ব্যাটিং করেন ধোনি। 

আগে সমালোচনার মুখে না পরলেও এবার পড়েছেন ধোনি। এটাতে অবশ্য ধোনিরও দায় রয়েছে। কেননা গতকাল তাঁর ব্যাটিং সঙ্গী হিসেবে কোনো বোলার ছিলেন না, ছিলেন ব্যাটার। আর যিনি ছিলেন সেই ড্যারিল মিচেলও টি-টোয়েন্টির দুর্দান্ত একজন ব্যাটার। তাই শেষ ওভারে সিঙ্গেল না নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারকে নন স্ট্রাইকে ফেরত পাঠিয়ে এবার ভারতের সাবেক ক্রিকেটারদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ধোনি। 

ধোনির সমালোচনা করতে গিয়ে আবার মোস্তাফিজুর রহমানকে টেনেছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় ব্যাটার বলেছেন, ‘শেষে ধোনিও সিঙ্গেল নিতে চাইল না। ভালো কিন্তু ড্যারিল মিচেল হচ্ছে ড্যারিল মিচেল। তুমি মোস্তাফিজের সঙ্গে ব্যাটিং করছ না। কাউকে অসম্মান করছি না। কিন্তু সে সিঙ্গেল প্রত্যাখ্যান করল। পরে একটা ছক্কা মারলেও সেটা দলের জন্য যথেষ্ট ছিল না। এভাবেই নিজেকে বিরত রাখল।’ 

ধোনির সমালোচনা করেছেন তাঁর সাবেক সতীর্থ ইরফান পাঠানও। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘সিঙ্গেল প্রত্যাখ্যান করা তার উচিত হয়নি। দলীয় খেলায় এটা করা ঠিক হয়নি। অপর প্রান্তের ব্যাটারও একজন আন্তর্জাতিক খেলোয়াড়। যদি সে বোলার হতো তাহলে বিষয়টি বুঝতাম। তুমি রবীন্দ্র জাদেজা এবং মিচেলের সঙ্গে এটি করেছ। তার এমনটা করার কোনো প্রয়োজন ছিল না।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে