হোম > খেলা > ক্রিকেট

এবারও হার থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে ভালো খেলতে চান মিরাজরা

মেহেদী হাসান মিরাজের ওয়ানডের মতো টেস্টেও নেতৃত্বর শুরুটা হলো হার দিয়ে। ছবি: এএফপি

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট। লাল বলের সংস্করণে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করলেন। যদিও ওয়ানডের মতো টেস্টেও নেতৃত্বর শুরুটা হলো হার দিয়ে।

মিরাজের মতে, হারের পেছনে বাংলাদেশের বড় ব্যর্থতা ছিল ব্যাটিং। বড় জুটি গড়তে পারেননি তাঁরা। প্রশংসা করলেন বোলিং আক্রমণের। তবে প্রথম ইনিংসের অষ্টম উইকেটে কিমার রোচ ও জাস্টিন গ্রেভসের ১৪০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বললেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় তাসকিন বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে, ১৪০ রানের জুটি। আমার মনে হয়, ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে। সত্যি বলতে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি। এ রকম হতে পারে ক্রিকেটে।’

ব্যাটিংয়ে বড় জুটি গড়তে ব্যর্থ হওয়াকে দায়ী করে মিরাজ বললেন, ‘এই টেস্ট ম্যাচটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আর যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি ব্যাটাররা। বোলাররা মনে করি খুবই ভালো বোলিং করেছে। কিছু কিছু জায়গায় যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, তাহলে এ ম্যাচটা আমাদের আরও ভালো হতো। যেমন আমাদের জুটিগুলো ওইরকম বড় হয়নি। ছোট ছোট জুটি হয়েছে, ৫০ রানের, ৩০-৪০ রানের জুটি হয়েছে, সেটা যদি ১০০-১২০ রানের জুটি হতো, তাহলে অন্যরকম দৃশ্য হতো।’

আগামী শনিবার দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। মিরাজের লক্ষ্য জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানো, ‘এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে, কীভাবে ভালো করতে পারি আমরা। আশা করি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদের তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি আমরা। এসব নিয়ে কথা বলব আমরা।’

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ