হোম > খেলা > ক্রিকেট

জোড়া সেঞ্চুরির পর পন্তকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

ঋষভ পন্তকে শাস্তি দিল আইসিসি। ছবি: ক্রিকইনফো

হেডিংলিতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছে এই টেস্ট। এমন সময়ে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্তকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আম্পায়ারের প্রতি অসদাচরণের কারণে পন্তকে তিরস্কার করেছে আইসিসি। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস পন্তের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট দেন পন্তকে। আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।

পন্তের বাজে আচরণের ঘটনা হেডিংলি টেস্টের তৃতীয় দিনে। সেদিন প্রথম ইনিংসে ব্যাটিং করছিল ইংল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৬১তম ওভার শেষে ঘটে সেই ঘটনা। ‘গেজ’ (বলের আকার পরিমাপের বস্তু) দিয়ে আম্পায়াররা বলের আকৃতি ও আকার ঠিক আছে কি না, সেটা পরীক্ষা করছিলেন। আম্পায়াররা এরপর বল না পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অসন্তুষ্ট পন্ত এরপর আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মেরেছিলেন। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে পন্ত এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন।

আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে। হেডিংলি টেস্টে আনুষ্ঠানিক তিরস্কার পাওয়া পন্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১৩৪ ও ১১৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম টেস্টে ৩৭১ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করে ফেলেছে। আজ শেষ দিনে জিততে হলে স্বাগতিকদের আরও ৩৫০ রান করতে হবে। ভারতকে নিতে হবে ১০ উইকেট।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল