হোম > খেলা > ক্রিকেট

অক্টোবর মাসের সেরা ক্রিকেটার কোহলি

ক্যারিয়ারের কঠিন সময় পেরিয়ে এখন দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পাচ্ছেন কোহলি। ম্যাচে ব্যাটিংয়ে রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর আজ অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। গত মাসের ফল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কোহলির সঙ্গে গত মাসের সংক্ষিপ্ত ক্রিকেটারের তালিকায় ছিলেন সিকান্দার রাজা ও ডেভিড মিলার। দুজনকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। গত মাসে ৪ ম্যাচে ২০৫ রান করেছেন। ৩ ম্যাচে অপরাজিত থাকার সঙ্গে ২টি ফিফটিও করেছেন ভারতের সাবেক অধিনায়ক। কোহলির মাস সেরা হওয়ার পেছনে কাজ করেছে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জেতানো অবিশ্বাস্য ইনিংসটি। সেদিন ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

পুরস্কার জিতে কোহলি বলেছেন, ‘আইসিসির মাস সেরার পুরস্কার পাওয়া আমার জন্য দারুণ সম্মানের। বিশ্বজুড়ে থাকা সমর্থকদের সঙ্গে প্যানেলের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার জন্য বিশেষ কিছু। মনোনয়ন পাওয়া অন্যদের সম্মান জানাই, তারা এ মাসে অনেক ভালো পারফর্ম করেছে। সঙ্গে সতীর্থদেরও শ্রদ্ধা জানাই, যারা আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করতে সহায়তা করেছে।’

আইসিসির মাস সেরা হওয়ার টানা দ্বিতীয়বারের মতো সুযোগ ছিল রাজার। গত সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। কোহলি নির্বাচিত হওয়াতে টানা দ্বিতীয়বার আর নির্বাচিত হওয়া হলো না জিম্বাবুয়াইন অলরাউন্ডারের। অক্টোবরে ৬ ম্যাচে ১৪৫ রানের সঙ্গে ৯ উইকেট নিয়েছিলেন। আর মিলার ৮ ম্যাচে করেছিলেন ৩০৩ রান। দুটি ফিফটির সঙ্গে করেছেন একটি সেঞ্চুরিও।

এশিয়া কাপ থেকেই অবিশ্বাস্য ছন্দে আছেন কোহলি। আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ফর্মে ফেরার জানান দিয়েছিলেন তিনি। সেই ফর্মটা নিয়ে এসেছেন বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে কাটছে তাঁর স্বপ্নের মতো। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচে করেছেন ২৪৬ রান। অপরাজিত ৩ ইনিংসের সঙ্গে ৩ ফিফটিও করেছেন কোহলি।

অন্যদিকে অক্টোবরে নারীদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার। ভারতের জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মাকে পেছনে ফেলে গত মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল