হোম > খেলা > ক্রিকেট

‘সাকিব ভাই পদ আছে, নাকি গেছে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে যখন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনে নতুন অধ্যায়ের শুরু হয়েছে, সাকিব আল হাসান তখন ব্যস্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাত মাস আগে সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি ও তাঁর রাজনৈতিক দলের পতনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন থাকার কথা সাকিবের। 

গতকাল আরেক এমপি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মাগুরায় সাকিবের বাড়িতে কিছু না হলেও রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। সব উদ্বেগ, চিন্তা এক পাশে রেখে গতকাল সাকিব খেলতে নেমেছেন তাঁর দল বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। গত কিছুদিনের মধ্যে কালই সবচেয়ে ভালো খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক। বল হাতে নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে। আর তাঁর দল জিতেছে ২ উইকেটে। 

ব্রাম্পটনে কাল সাকিব যখন ফিল্ডিং করছিলেন, গ্যালারি থেকে এক দর্শক চিৎকার করে জানতে চাইছিলেন, ‘ও সাকিব ভাই, পদ আছ নাকি গেছে গ্যাছে?’ ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সাকিব হাত নেড়ে কিছু একটা বললেন। সেটির অনুবাদ করে দর্শক জানালেন, ‘গেছে, গেছে!’ 

কদিন আগে ব্রাম্পটনেই এক দর্শকের সঙ্গে মাঠেই তর্কে জড়ান সাকিব। কোটা সংস্কারের পরে বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেওয়া ছাত্র-জনতার বিক্ষোভে তাঁর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এক প্রবাসী দর্শক। সাকিব তাঁর কাছে পাল্টা জানতে চেয়েছিলেন, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’ বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়। সাকিবের সঙ্গে মাশরাফিও নীরব থাকেন পুরো আন্দোলনের সময়ে। দুজনই যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য, রাজনৈতিক অবস্থান থেকে হয়তো তাঁরা শিক্ষার্থীদের পাশে থাকেননি। দুই তারকার ওপর তাই ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা।

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী