ব্যাট হাতে ২০২৩ সালটা অসাধারণই কেটেছে বিরাট কোহলির। ওয়ানডে সংস্করণে ব্যাটের ঔজ্জ্বল্য ছিল একটু বেশি। রানের ফোয়ারায় স্বীকৃতি হিসেবে এ ভারতীয় ব্যাটার নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। সুযোগ পান বর্ষসেরা ওয়ানডে দলেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন কোহলি। সেখানেই তাঁকে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি এবং বর্ষসেরা দলের বিশেষ ক্যাপ তুলে দিয়েছে আইসিসি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার তুলে দেওয়ার ছবিও পোস্ট করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে স্বীকৃতির পুরস্কার যেন কোহলির বাড়তি প্রেরণাও। আগামী পরশু আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে কোহলির সামনে উজ্জ্বল ২০২৩। গত বছর ২৭ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ২৪ ইনিংসে। এর মধ্যেই ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরির সৌজন্যে করেছেন ১৩৭৭ রান। ৯৯.১৩ স্ট্রাইকরেটের সঙ্গে নজরকাড়া গড় ৭২.৪৭।