হোম > খেলা > ক্রিকেট

টেস্টে ফিরেই করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার

প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেই দুঃসংবাদ শুনলেন ম্যাট রেনশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। 

জাতীয় সংগীতের সময় রেনশকে আলাদা রাখা হয়েছিল। করোনা পজেটিভ হলেও এই ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ অসুস্থ বোধ করছিল। তাকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। রেনশ এরপর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে (র‍্যাট) পজেটিভ হয়েছে। সে এই ম্যাচে খেলবে।’

কোভিড সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে জরুরি ভিত্তিতে পিটার হ্যান্ডসকম্বের নাম অস্ট্রেলিয়া দলে তালিকাভুক্ত করা হয়েছিল। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা হ্যান্ডসকম্ব এখনো সিডনিতে এসে পৌঁছাননি। 

২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রেনশ। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টেস্টই খেলছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন তিনি। ৩৩.৪৭ গড়ে করেছেন ৬৩৬ রান। ১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩ ফিফটি। সাদা পোশাকে সর্বশেষ খেলেছিলেন ২০১৮-এর মার্চে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। 

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’