হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে আশা বাঁচিয়ে রাখল ভারত

পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিলেন হারমানপ্রীত কৌররা। আজ দুবাইয়ে ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে ভারতের মেয়েরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় করতে পারে ৮ উইকেটে ১০৫ রান। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। পাকিস্তানের স্কোরবোর্ডে রান তখন ১। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। 

পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোর দাঁড়ায়—২/২৯। ওপেনার মুনিবা আলী (১৭) একপ্রান্ত আগলে রাখলেও ব্যর্থ হয়েছেন তিন টপ অর্ডার ব্যাটার—ওপেনার গুল ফিরোজা (০), সিদরা আমিন (৮) ও উমাইমা সোহেল (৩)। এরপর নিদা দার (২৮) এসে দায়িত্ব ঘাড়ে নেন। তবে দলের রান তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৮ উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে আসে ১৩ ও সাঈদা আরব শাহ করেন অপরাজিত ১২ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার অরুন্ধতী রেড্ডি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

১০৬ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানের বিদায় নেন ওপেনার স্মৃতি মান্ধানা (৭)। ইনিংসের শুরুতে এলবিডব্লিউ থেকে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া আরেক ওপেনার শেফালি ভার্মা ৩৫ বলে করেন ৩২ রান। মান্ধানার বিদায়ের পর তিনি ৪৩ রানের জুটি গড়েন জেমিমাহ রদ্রিগেজের (২৩) সঙ্গে। ২৯ ‍রান কের ‘রিটায়ার্ড হার্ট’ হন অধিনায়ক কৌর। তবে ততক্ষণে জয়টা প্রায় হাতের মুঠোয় চলে আসে ভারতের। উইকেটরক্ষক রিচা ঘোষ শূন্য হাতে ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দীপ্তি শর্মা (৭*) ও সাজিভান সাজানা (৪*)। পাকিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন ফাতিমা।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত