হোম > খেলা > ক্রিকেট

সিরিজের মাঝপথে বাংলাদেশ নারী দলে আরেক ক্রিকেটার

আজকের পত্রিকা ডেস্ক­

আয়ারল্যান্ড সিরিজের মাঝপথে ডাক পেলেন দিলারা আকতার। ছবি: ক্রিকইনফো

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রিকেটারের সংখ্যা বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলে এবার যুক্ত হলেন দিলারা আকতার। বিসিবি আজ সকালে এক বিজ্ঞপ্তিতে দিলারাকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে।

দিলারা সবশেষ ওয়ানডে খেলেছিলেন হ্যামিল্টনে ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রায় দুই বছর পর তিনি ওয়ানডে দলে জায়গা পেলেন। ঘোষণা করা দলের স্ট্যান্ডবাই তালিকা থেকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। মিরপুরে গতকাল প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে শনিবার। একই মাঠে ২ ডিসেম্বর হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে। শেষ দুই ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ৫ ডিসেম্বর মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। একই মাঠে ৭ ও ৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে