হোম > খেলা > ক্রিকেট

সিরিজের মাঝপথে বাংলাদেশ নারী দলে আরেক ক্রিকেটার

আজকের পত্রিকা ডেস্ক­

আয়ারল্যান্ড সিরিজের মাঝপথে ডাক পেলেন দিলারা আকতার। ছবি: ক্রিকইনফো

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রিকেটারের সংখ্যা বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলে এবার যুক্ত হলেন দিলারা আকতার। বিসিবি আজ সকালে এক বিজ্ঞপ্তিতে দিলারাকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে।

দিলারা সবশেষ ওয়ানডে খেলেছিলেন হ্যামিল্টনে ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রায় দুই বছর পর তিনি ওয়ানডে দলে জায়গা পেলেন। ঘোষণা করা দলের স্ট্যান্ডবাই তালিকা থেকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। মিরপুরে গতকাল প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে শনিবার। একই মাঠে ২ ডিসেম্বর হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে। শেষ দুই ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ৫ ডিসেম্বর মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। একই মাঠে ৭ ও ৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের