হোম > খেলা > ক্রিকেট

এবার আর জিততে পারলেন না যুবারা

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আজ জিততে পারেননি বাংলাদেশের যুবারা। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।

প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।

এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু