হোম > খেলা > ক্রিকেট

ছেলে অসুস্থ, শেষ ম্যাচ না খেলেই ফিরছেন শোয়েব মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের রাতেও পাকিস্তান দলের ডিনারে বেশ উৎফুল্ল দেখা গিয়েছিল শোয়েব মালিককে। সেই হাসিমুখ যেন মুহূর্তেই মলিন হয়ে গেছে একমাত্র ছেলের অসুস্থতার খবরে। এই সময়ে ছেলের পাশে থাকতে আজ সিরিজের শেষ টি–টোয়েন্টি না খেলেই দুবাইয়ে ফিরছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার। ম্যাচ শুরুর আগেই তিনি ঢাকা ছাড়বেন।

আজ সকালে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস নিশ্চিত করেছেন বিষয়টি। শোয়েব মালিক–সানিয়া মির্জা দম্পতির একমাত্র সন্তান ইজান মির্জা মালিক। কদিন আগে ৩০ অক্টোবর ৩ বছরে পা দিয়েছে ইজান। তবে তার কী অসুখ হয়েছে তা জানা যায়নি।

আজ শেষ টি–টোয়েন্টি খেলেই পাকিস্তান দলের টি–টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুবাই হয়ে দেশের উদ্দেশে রওনা দেবেন। তবে দলের দুই স্পিনার উসমান কাদির ও ইমাদ ওয়াসিম পরিবারের সঙ্গে কয়েক দিন দুবাইয়ে থাকবেন।

অন্যদিকে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বাংলাদেশ দলের সঙ্গে ভাড়া করা বিমানে আগামীকাল পৌনে তিনটায় প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। তবে প্রথম টেস্টের পর দলের বোলিং কোচ ভারনন ফিল্যান্ডারকেও হারাবে পাকিস্তান। তিনি ১ ডিসেম্বর স্কোয়াড ছেড়ে পরিবারের কাছে যাবেন। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি টেস্ট হবে ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায়। 

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’