হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের আগে পাকিস্তানকে কাঁপাল বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তান ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুটি দলই হার দিয়ে শুরু করেছিল প্রস্তুতি পর্ব। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে দল দুটি মুখোমুখি হয়েছে। ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে কাঁপিয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল।

এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ-পাকিস্তান দল দুটির কাছে শেষ সুযোগ ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার। সেই প্রস্তুতি পর্বের শেষটায় সফল হয়েছেন জ্যোতিরা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

জ্যোতি গত রাতে প্রস্তুতি ম্যাচে খেললেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দিলারা আকতার। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৩.৩ ওভারে করে ১ উইকেটে ৩৩ রান। দিলারার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন সাথী রানি। চতুর্থ ওভারের তৃতীয় বলে দিলারাকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন সাদিয়া ইকবাল। ৮ বলে ২ চারে ১০ রান করেন দিলারা। পরের ওভারেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সাথী। পঞ্চম ওভারের শেষ বলে সাথীর উইকেট নিয়েছেন নিদা দার। 

দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়েছে ৫ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ইনিংসের শেষ পর্যন্ত বাংলাদেশ ওভারপ্রতি ৭ রান করেই নিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ, যেখানে ছয়ে নেমে ১৭ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্বর্ণা আকতার। তিনি মেরেছেন ৩টি চার। স্বর্ণাই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। 

রান তাড়া করতে নেমে পাকিস্তানও সাবলীল শুরু করে। ৫.৩ ওভারে ২ উইকেটে ৩৭ রান তুলে ফেলে এশিয়ার দলটি। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে খাবি খায় পাকিস্তান। ৩ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান।  বাংলাদেশের সেরা বোলার মারুফা আকতার ৩.৪ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছেন। ইকোনমি ৪.০৯, যা ম্যাচে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম ইকোনমি। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা। নাহিদা আকতার নিয়েছেন ১ উইকেট। পাকিস্তানের বাকি উইকেটটি রানআউট।

বাংলাদেশ ম্যাচের আগে গতকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৫৮ রানে অলআউট হয়েছে স্কটিশরা। তারা অবশ্য খেলেছে ১৯ ওভার। ৫৯ রান তাড়া করতে শ্রীলঙ্কারও লেগেছে ১৫.৩ ওভার। ২৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে লঙ্কানরা হারিয়েছে অর্ধেক উইকেট। 

এবারই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। দলটি মূল পর্বে বাংলাদেশের গ্রুপে পড়েছে। শারজাহে পরশু বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত