পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশ তিন পেসার ও এক লেগ স্পিনার নিয়ে মাঠে নেমেছে। বহুদিন পর একাদশে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের।
পাকিস্তান তো আগেই প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে। ১২ সদস্যের সেই দল থেকে চমক হয়ে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।
এই ম্যাচের মধ্য দিয়ে নতুন যুগের শুরু হলো বাংলাদেশের। পঞ্চমপাণ্ডব খ্যাত পাঁচ তারকা ক্রিকেটারের চারজন তো নেই। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, লিটন দাসও। তরুণ ক্রিকেটারদের নিয়েই টি-টোয়েন্টিতে নতুন শুরু হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক।