হোম > খেলা > ক্রিকেট

সাকিব-মিরাজদের নতুন কোচ পাকিস্তানের মুশতাক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মুশতাক আহমেদ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করবেন বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার।

বিশ্বকাপকে সামনে রেখে মে মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে এই মাসের শেষ দিকে নাজমুল হোসেন শান্তদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন মুশতাক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৫৩ বছর বয়সী মুশতাক এর আগে ২০০৮-১৪ পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৮-১৯ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০-২২ পাকিস্তান দলে এ দায়িত্বে ছিলেন। ২০১৪-১৬ পর্যন্ত পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এবার বাংলাদেশের হয়ে নতুন অধ্যায় শুরু নিয়ে মুশতাক বলেছেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়া আমার জন্য খুবই সম্মানের। আমি এই ভূমিকা পালনের জন্য অপেক্ষা করছি এবং আমার অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করতে চাই। কারণ, তারা খুব কোচ-বান্ধব এবং আমি সবসময় বিশ্বাস করি তারা অত্যন্ত বিপজ্জনক দল। তারা যে কাউকে হারাতে পারে, সেই সামর্থ্য, সম্পদ ও প্রতিভা তাদের আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস স্থাপনের চেষ্টা করব। আমি এই দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত।’

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা