ঘটনটা ইংল্যান্ড–ভারত লর্ডস টেস্টের তৃতীয় দিনের। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছিলেন লোকেশ রাহুল। হঠাৎ করেই তাঁর দিকে উড়ে আসল বেশ কিছু বোতলের ছিপি। এই ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় খেলা। এ সময় আম্পায়ারদের দেখা যায় খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে। একটু পর অবশ্য খেলা আবার শুরুও হয়ে যায়।
ঘটনা অবশ্য এখানেই থামেনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যায় ইঙ্গিতে রাহুলকে বলছেন সেই ছিপিগুলো পাল্টা ছুড়ে মারতে। তবে কোহলি কি সেই ছিপি বাইরে ফেলতে বলেছেন নাকি দর্শকদের গায়ে পাল্টা ছুড়ে মারতে বলেছেন সেটি বোঝা যায়নি। সে সময় কোহলিকে অবশ্য বেশ উত্তেজিতই দেখাচ্ছিল।
এই ঘটনার পর সমালোচনার মুখে পড়েছে ইংলিশ সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় দলের অনেক সমর্থককে নিন্দা জানাতে দেখা যায়।
এদিকে ব্যাট হাতে কোহলির সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। আজও ফিরে গেছেন মাত্র ২০ রান করে। স্যাম কারানের বলে ক্যাচ দিয়েছেন জস বাটলারের হাতে।