এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
রুদ্ধশ্বাস জয়ের পর মাঠেই গতকাল শুরু হয়ে যায় বরিশালের শিরোপা উৎসব। মিরপুর স্টেডিয়াম হয়ে যায় লালে লাল। নিশাম একাদশে না থাকলেও তিনি তো চ্যাম্পিয়ন দলেরই অংশ। ফাইনাল শেষে নিশাম সাক্ষাৎকার নিয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ডেভিড মালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচারিত এক ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি কথা বলছি ডেভিড মালানের সঙ্গে। যার এবারের বিপিএল ভালো কেটেছে। মালান তোমার কেমন লাগছে?’ উত্তরে মালান বলেন, ‘সত্যিই অসাধারণ। শিরোপা নিয়ে যেতে পেরে আসলেই ভালো লাগছে।’ বিসিবির এই ৩৫ সেকেন্ডের ভিডিওতে অনেকে নানাভাবে রসিকতা করেছেন।
বিপিএল শিরোপা নিয়ে ছবি তুলে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিশাম। ক্যাপশন দিয়েছেন, ‘একদিনের কাজ হিসেবে মন্দ না।’ সঙ্গে একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন কিউই এই তারকা ক্রিকেটার। নিশাম ছবি তুলেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাডাম মিলনের সঙ্গে। মিলনের সঙ্গে বরিশাল চুক্তি করেছিল গত মাসের শেষের দিকে। নিশাম, মিলনে দুজনেরই এবারের বিপিএল কেটেছে বেঞ্চে বসে।
কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, মালান—ফাইনালে বরিশালের একাদশে গতকাল ছিলেন এই চার বিদেশি। তাতেই নিশামের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই এই ক্রিকেটারকে না খেলানোর ব্যাখ্যায় তামিম বলন, ‘নিশামকে আফ্রিকা থেকে উড়িয়ে এনে পারিশ্রমিক দিয়ে খেলানো যেত শুধু চোট সাপেক্ষে। আমাদের দল যেটা আছে, বিদেশি কেউ চোটে না পড়লে খেলানোর মত সুযোগ ছিল না। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে।’