হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের আম্পায়ারদের নাম জানাল বিসিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় সদস্যের যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এক ম্যাচ রেফারি ছাড়া সবার দায়িত্বই ম্যাচ অনুযায়ী পরিবর্তিত হবে। 

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, মোরশেদ আলী খান, রঞ্জন মাধুগালে, তানভীর আহমেদ, গাজী সোহেল—এই ছয়জন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন। মাধুগালে পাঁচ টি-টোয়েন্টিতেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন। প্রথম টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ারের দায়িত্বে মুকুল ও তানভীর। এই ম্যাচে টিভি আম্পায়ার সৈকত। চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান। কয়েক দিন আগে তিনি আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হয়েছেন। 

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম টি-টোয়েন্টি—এই চার ম্যাচে সৈকত থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন তানভীর। শেষ দুই ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মুকুল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোরশেদ টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। মাঠের আম্পায়ার হিসেবে মোরশেদ থাকছেন তৃতীয় টি-টোয়েন্টিতে। চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন সোহেল। শেষ টি-টোয়েন্টিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সোহেল। 

তানভীর টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন চতুর্থ টি-টোয়েন্টি। পঞ্চম টি-টোয়েন্টিতে তিনি থাকছেন মাঠের আম্পায়ার। মুকুল দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকছেন মাঠের আম্পায়ার হিসেবে। টিভি আম্পায়ারের দায়িত্ব তিনি পালন করবেন চতুর্থ টি-টোয়েন্টিতে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৫ ও ৭ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।  

আরও পড়ুন:

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের